প্রকাশিত: Sun, Dec 24, 2023 8:23 PM
আপডেট: Mon, May 12, 2025 12:19 PM

[১]দৌলতদিয়া টু পাটুরিয়া, ও আরিচা-কাজিরহাট নৌরুটে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক

সুজন খন্দকার, রাজবাড়ী : [২] ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া টু পাটুরিয়া ও আরিচা টু কাজিরহাট নৌরুটে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে যানবাহন দীর্ঘক্ষণ আটকে থাকায় দুর্ভোগে পড়ে যানবাহনের চালক ও যাত্রীরা।

[৩] রবিবার সকাল ১১টা থেকে কুয়াশা কেটে যাওয়ায় এ নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ।

[৪] বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কার্যালয়ের সুত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত তিনটা থেকে দৌলতদিয়া টু পাটুরিয়া নৌরুট ও রাত ১১টা থেকে রোববার সকাল ১০টা পর্যন্ত আরিচা-কাজিরহাট সম্পূর্ণরূপে বন্ধ ছিল।

[৫] বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক অফিসের ডিজিএম আরও বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরি চলাচলে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশা কেটে গেলে রোববার সকাল পৌনে ১১টা থেকে  পুনরায় ফেরি চলাচল চালু হয়েছে।